• শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

# উজ্জল কুমার সরকার :-
কিশোরগঞ্জে সেবাইতদের সামাজিক মূল্যবোধ, গবাদিপশু পালন এবং কৃষি ও বনায়ন বিষয়ক ৯ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর মঙ্গলবার বিকালে শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম।
সমাপনী অনুষ্ঠানে হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার, এসআরএসসিপিএস প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট ধৃতব্রত সেন। প্রশিক্ষক স্বপন কুমার রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন, জুনিয়র কনসালটেন্ট অনিবার্ণ পাল চৌধুরী।
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কিশোরগঞ্জে পুরোহিত ও সেবাইতদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) আওতায় ২৫ জন সেবাইত প্রশিক্ষণ নেয়। সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও সম্মানী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *